প্রকৃতির অনন্ত কালের মাঝে, ধারণাতীত বিশাল স্থানের কোনে, অসংখ্য নিথর ও সজীব বস্তুজগতের ভীরে আমার সত্তাটির বাস্তব অর্থে কোন অর্থ নেই। কিন্তু বিশাল বিশ্ময়ের মতো এই অর্থহীন সত্তাটি ধারন করে আছে পুরো বিশ্ব! এই কুয়াশা ঢাকা প্রহেলিকাময় বিশ্বে আমি একাকি ঘুরে বেড়াই, হাসি, কঁাদি, লুকিয়ে থাকি। এখানে আদম আছে ইভ নাই, ইভ আছে আদম নাই। অথচ বাইরে থেকে এই বিশ্বগুলো অসংখ্য বুদবুদের মত ভেসে ভেসে কখনো কখনো কাছাকাছি আসছে, ঠুকাঠুকি হচ্ছে, ঠিকরে দূরে সটকে যাচেছ অথবা কিছুথনের জন্য লেপটে থাকছে অথবা ভেংগে যাচ্ছে........ কিন্তু পরস্পর বিলীন হয়ে যেতে পারছে না।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০০৯
প্রকৃতির মাঝে বিলীন
প্রকৃতির অনন্ত কালের মাঝে, ধারণাতীত বিশাল স্থানের কোনে, অসংখ্য নিথর ও সজীব বস্তুজগতের ভীরে আমার সত্তাটির বাস্তব অর্থে কোন অর্থ নেই। কিন্তু বিশাল বিশ্ময়ের মতো এই অর্থহীন সত্তাটি ধারন করে আছে পুরো বিশ্ব! এই কুয়াশা ঢাকা প্রহেলিকাময় বিশ্বে আমি একাকি ঘুরে বেড়াই, হাসি, কঁাদি, লুকিয়ে থাকি। এখানে আদম আছে ইভ নাই, ইভ আছে আদম নাই। অথচ বাইরে থেকে এই বিশ্বগুলো অসংখ্য বুদবুদের মত ভেসে ভেসে কখনো কখনো কাছাকাছি আসছে, ঠুকাঠুকি হচ্ছে, ঠিকরে দূরে সটকে যাচেছ অথবা কিছুথনের জন্য লেপটে থাকছে অথবা ভেংগে যাচ্ছে........ কিন্তু পরস্পর বিলীন হয়ে যেতে পারছে না।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন